০৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ০১:০৮:২৯ পূর্বাহ্ন
বিপিজেএ রাজশাহী শাখার আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৭-০৭-২০২৫
বিপিজেএ রাজশাহী শাখার আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ ফটোজানালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (০৬ জুলাই ২৫) বেলা ১১ টার দিকে নগরীর কাদিরগঞ্জে অবস্থিত এসোসিয়েশনের নিজস্ব কাযালয়ে আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী শেষে পুরস্কার বিতরণ করা হয়। আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিপিজেএ রাজশাহী শাখার আজীবন সদস্য ও উপদেষ্টা মো. আব্দুল জাবীদ অপু, সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, সিনিয়র ফটো জার্নালিস্ট ফরিদ আক্তার পরাগ, আলোকচিত্র প্রদর্শনীর আহ্বায়ক মো. শহীদুল ইসলাম (দুখু)। বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি মো. শরিফুল ইসলাম তোতা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সামাদ খানের সঞ্চালনায় আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আলী এহসান (তুহিন), সাবেক সহ-সভাপতি মো. শাহিন খান, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মো. সামিউল ইসলাম (শামিম), অর্থ সম্পাদক মো. মিলন শেখ, নির্বাহী সদস্য মো. রাশেদুর রহমান রাসেল, আলোকচিত্র প্রদর্শনীর আহ্বায়ক কমিটির সদস্য আজম খান, সদস্য আবু নুর মো. মুক্তার হোসেন ও মো. সোহরাব হোসেন প্রমূখ। উল্লেখ্য, বাংলাদেশ ফটোজানালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার ২৬তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। নগরীর কাদিরগঞ্জে অবস্থিত এসোসিয়েশনের নিজস্ব কাযালয়ে প্রথমবার বিপিজেএ রাজশাহী শাখার সকল ফটো জার্নালিস্টদের নিজ ক্যামেরায় তোলা গ্রামীণ-সামাজিক-প্রকৃতিক ও পুরোনো ঐতিহাসিক নিদর্শনসহ বিভিন্ন ধরণের ৭২টি আলোকচিত্র প্রদর্শন করা হয়। আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহনকারী সকল ফটো জার্নালিস্টদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন