০৫ জুলাই ২০২৫, শনিবার, ০৩:৩৭:২১ অপরাহ্ন
ইসরায়েলকে গোপনে সহযোগিতার অভিযোগ সৌদির বিরুদ্ধে
  • আপডেট করা হয়েছে : ০৫-০৭-২০২৫
ইসরায়েলকে গোপনে সহযোগিতার অভিযোগ সৌদির বিরুদ্ধে

প্রকাশ্যে ইসরায়েলের হামলার নিন্দা জানানো সৌদি আরবের বিরুদ্ধে এবার গোপনে ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রের বরাতে তেল আবিবভিত্তিক সংবাদমাধ্যম ‘ইসরায়েল হাইওমের’ এক অনুসন্ধানী প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। খবর প্রেস টিভির। 


ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানালেও গোপনে তেহরানের ড্রোন ঠেকিয়েছে রিয়াদ।


প্রতিবেশী জর্দান, ইরাক ও নিজ দেশের আকাশসীমায় হেলিকপ্টার মোতায়েন করে এসব বিস্ফোরকবোঝাই চালকবিহীন আকাশযান ধ্বংস করেছে তারা।

প্রতিবেদনে আরো বলা হয়, আঞ্চলিক আকাশসীমার নিরাপত্তায় ইসরায়েলকে এ সহযোগিতা করেছে সৌদি আরব। যদিও আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে সহযোগিতার কথা এখনো স্বীকার করেনি সৌদি।


১২ দিনের সংঘাতে ইরান একা লড়াই করলেও অনেকেরই সহযোগিতা পেয়েছে ইসরায়েল।


ইরানের ছোড়া মিসাইল-ড্রোন ভূপাতিত করে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলো বন্ধুর মতোই খোলাখুলি পাশে দাঁড়িয়েছিল তেল আবিবের।

মুসলিম দেশ জর্দানের বিরুদ্ধেও রয়েছে ইরানের হামলা মাঝপথে ঠেকানোর অভিযোগ। তেহরানকে সরাসরি সহযোগিতা না করলেও সৌদি আরবকে শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে। কোনো উসকানি ছাড়াই ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছিল রিয়াদ।


সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেওয়া হবে না- এমন বক্তব্যও দেওয়া হয়েছিল।


 

মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী বিমানবাহিনী সৌদি আরবের। অবশ্য দেশটির কাছে থাকা ফাইটার জেট, এয়ার ডিফেন্স সিস্টেমসহ বেশির ভাগ সমরাস্ত্রই ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধু যুক্তরাষ্ট্রের দেওয়া। এদিকে গাজায় ২১ মাস ধরে বর্বরতা চললেও ইসরায়েলবিরোধী জোরালো অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে সৌদিকে।


শেয়ার করুন