২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০১:৫৬:০৬ পূর্বাহ্ন
মনোজ বাজপেয়ীর টুইটার অ্যাকাউন্ট হ্যাকড
  • আপডেট করা হয়েছে : ০৭-০১-২০২৩
মনোজ বাজপেয়ীর টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

বছর শুরুতেই বিপত্তিতে বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী।

এই মুহূর্তে স্ত্রী ও মেয়েকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন এ অভিনেতা। তার মধ্যেই বিপত্তি। হ্যাকড হল অভিনেতার টুইটার অ্যকাউন্ট।

শুক্রবার অভিনেতা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, ‘আমার টুইটার হ্যাক করা হয়েছে, আমার প্রোফাইলে কোনও ধরনের যোগাযোগ করার চেষ্টা করবেন না। এমনকী, কোনও পোস্ট দেখলে প্রতিক্রিয়াও দেবেন না। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমি নিজেই সব কিছু জানাব আপনাদের।’

এই বিষয়ে কোনও পুলিশি অভিযোগ জানিয়েছেন কি-না, তা স্পষ্ট করেননি ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেতা।

তারকাদের অ্যাকাউন্ট হ্যাক হওয়া নতুন ঘটনা নয়। এর আগে শাহিদ কাপুর, অমিতাভ বচ্চন থেকে শুরু করে করণ জোহরদের অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে কোনও না কোনও সময়।

যদিও শাহিদ কাপুর, অমিতাভ বচ্চনদের টুইটারের অ্যাকাউন্ট হ্যাকড করেছিল তুরস্কের এক সাইবার অপরাধীর দল করেছিল। কিন্তু মনোজ বাজপেয়ীর অ্যাকাউন্ট হ্যাকডের নেপথ্যে রয়েছেন কারা, তা এখনও অজানা।

১৯৯৮ সালে রামগোপাল বর্মা পরিচালিত ‘সত্য’ ছবির মাধ্যমে অভিনেতা হিসেবে খ্যাতি ছড়িয়ে পড়ে মনোজের। এই ছবিতে ভিকু মাতরের চরিত্রে জনপ্রিয়তা পান তিনি। তার পর ‘শুল’ থেকে শুরু করে ‘গ্যাংস অফ ওয়েসিপুর’ কিংবা ‘ফ্যামিলি ম্যান’ সবতেই নিজের ছাপ রেখেছেন তিনি।

শেয়ার করুন