০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ০৬:০৭:২০ অপরাহ্ন
বিপিএল কবে, জানাল বিসিবি
  • আপডেট করা হয়েছে : ০১-০৭-২০২৫
বিপিএল কবে, জানাল বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন আসর দিয়েই শুরু হতে যাচ্ছে বিপিএলের নতুন চক্র। এবার থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হবে বলে নিশ্চিত করেছে বোর্ড।


বিসিবি জানিয়েছে, আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের পরবর্তী আসর আয়োজনের পরিকল্পনা রয়েছে।


নতুন চক্রের এই আসরের জন্য একটি পেশাদার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বোর্ড সূত্রে জানা গেছে, এবারের আসর পরিচালনার জন্য একটি পেশাদার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। এ নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। 


শেয়ার করুন