 
                         
                    
                                            
                        
                             
                        
নওগাঁর আত্রাইয়ে
মাদক, ওয়ারেন্ট ও মারামারি মামলার সাত আসামী জেল হাজতে। মঙ্গলবার
দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের
আটক করে থানা পুলিশ। আটককৃতদের বুধবার নওগাঁ জেল হাজতে
পাঠানো হয়েছে। আটককৃত মাদক মামলার আসামী হলো উপজেলার
শিমুলিয়া গ্রামের মুকুল হোসেনের ছেলে শাওন হোসাইন, একই
গ্রামের হাবিবুর রহমানের ছেলে আশিক আলী, সাহাগোলা গ্রামের
মৃত মোবারক খামারুর ছেলে সাজু খামারু। ওয়ারেন্টভুক্ত মামলার
আসামী হলো গোয়ালবাড়ী গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে আজিজুল
ইসলাম ও তার স্ত্রী মোছা: আরজিনা। এছাড়া মারামারি মামলার আসামী
হলো উপজেলার বড়াইকুড়ি গ্রামের মৃত আশেক আলীর ছেলে ইসাহক
আলী ও রেজাউল ইসলাম।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান
সরকার বলেন, মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন
এলাকা থেকে মাদক, মারামারি ও ওয়ারেন্টভুক্ত সাত আসামীকে আটক করা
হয়। আটককৃতদের বুধবার সকালে নওগাঁ জেল হাজতে পাঠানো
হয়েছে।

