২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ০৪:৪০:৪৬ অপরাহ্ন
তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে বাস দুর্ঘটনা, আহত ৩২
  • আপডেট করা হয়েছে : ২৫-১২-২০২৫
তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে বাস দুর্ঘটনা, আহত ৩২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩২ জন বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন।



বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লালমাই উপজেলার বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালীর মাইজদী কলোনি থেকে ছেড়ে আসা একটি বাস বাগমারা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ চালকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এতে বাসে থাকা নেতাকর্মীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।


দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।


শেয়ার করুন