২৯ মে ২০২৫, বৃহস্পতিবার, ০৮:১৯:১০ পূর্বাহ্ন
তেহরানে শাহবাজ শরিফের সঙ্গে খামেনির বৈঠক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৫-২০২৫
তেহরানে শাহবাজ শরিফের সঙ্গে খামেনির বৈঠক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন এবং গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান জানিয়েছেন।


এক্স-এ দেওয়া এক বার্তায় খামেনি বলেন, বিশ্বের উসকানিদাতা শক্তিগুলো যখন যুদ্ধ ও সংঘর্ষ তৈরিতে ব্যস্ত, তখন মুসলিম উম্মাহর নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হচ্ছে ইসলামি দেশগুলোর ঐক্য।


তিনি আরও বলেন, ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের অবস্থান প্রশংসনীয়। যখন অনেক ইসলামি দেশই বিভিন্ন লোভ-লালসায় ইসরাইলি আগ্রাসনের প্রতি নরম অবস্থান নিচ্ছে, তখন পাকিস্তান দৃঢ়ভাবে তার অবস্থান বজায় রেখেছে।


খামেনি পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ককে উষ্ণ ও ভ্রাতৃপ্রতিমআখ্যা দিয়ে ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় পাকিস্তানের ভূমিকার কথাও উল্লেখ করেন।


পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চার দেশের সফরের অংশ হিসেবে সোমবার ইরানে পৌঁছান। তুরস্ক সফর শেষে ইরান তার দ্বিতীয় গন্তব্য।  তেহরানের সাদাবাদ প্রাসাদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে স্বাগত জানান এবং আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।



খামেনির সঙ্গে বৈঠককে গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে শরিফ বলেন, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক সংকটে ইরানের মধ্যস্থতার ভূমিকাকে আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছি।


তিনি বলেন, আমি তাকে ধন্যবাদ জানিয়েছি—পাকিস্তানের পাশে দাঁড়ানো এবং সংকটকালে উদ্বেগ প্রকাশ করার জন্য।


এই সফরের মধ্য দিয়ে ইসলামি ঐক্য ও আঞ্চলিক কূটনীতিতে পাকিস্তান-ইরান সম্পর্ক নতুন মাত্রা পেল বলে মনে করছেন বিশ্লেষকরা।


শেয়ার করুন