২৪ মে ২০২৫, শনিবার, ০৯:৩৯:৩৪ অপরাহ্ন
ড. ইউনূসকে রাষ্ট্রপতিসহ ৫ দাবিতে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি
  • আপডেট করা হয়েছে : ২৪-০৫-২০২৫
ড. ইউনূসকে রাষ্ট্রপতিসহ ৫ দাবিতে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে জাতীয় সরকার গঠনসহ পাঁচ দফা দাবিতে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি শুরু হয়েছে।


শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি শুরু হয়।


সরেজমিনে দেখা যায়, বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে ব্যানার ও পোস্টার নিয়ে সমবেত হয়েছেন, যেখানে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান এবং জুলাই আন্দোলনের শহীদদের ছবি রয়েছে। শুরুতে উপস্থিতি কিছুটা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে লোক সমাগম বাড়তে থাকে।


কর্মসূচির আয়োজন করা হয় ‘দেশের সর্বস্তরের জনগণ’ ব্যানারে।

কর্মসূচি শুরুর পর অংশগ্রহণকারীরা ‘তুমি কে, আমি কে? ইউনূস, ইউনূস!’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা’; ‘এই মুহূর্তে দরকার জাতীয় সরকার’; ‘বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ রক্ষা করো’; ‘চুপ্পু না ইউনূস, ইউনূস ইউনূস’ স্লোগান দিতে থাকেন।


তাদের দাবির মধ্যে রয়েছে ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করতে হবে; জাতীয় সরকার গঠন করতে হবে; সংবিধান সংস্কার করতে হবে; জুলাই মাসের হত্যাকাণ্ডের জন্য দায়ী আওয়ামী লীগের বিচার করতে হবে ও ড. ইউনূসকে অন্তত ৫ বছরের সময় দিতে হবে।


শেয়ার করুন