১৯ মে ২০২৫, সোমবার, ০৫:১৫:৪৮ পূর্বাহ্ন
রাজশাহীর স্কুলকক্ষে মিলল নৈশপ্রহরীর লাশ, পাশে কীটনাশকের বোতল
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৮-০৫-২০২৫
রাজশাহীর স্কুলকক্ষে মিলল নৈশপ্রহরীর লাশ, পাশে কীটনাশকের বোতল

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে রবিবার একই বিদ্যালয়ের নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে থানার পুলিশ। নিহত নৈশপ্রহরীর নাম মোজাফফর হোসেন (৫৫)। তিনি উপজেলার সুখানদিঘী গ্রামের মৃত ওহির উদ্দিনের ছেলে।

নৈশপ্রহরী মোজাফফরের বড় ছেলে নাইম হাসান বলেন, “আমার বাবা কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রায় ২৪ বছর ধরে নৈশপ্রহরীর চাকরি করতেন। শনিবার রাতে স্কুলে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। রাতে বৃষ্টি হওয়ায় বাবা বাড়িতে রাতের খাবার খেতে আসেননি। আমরা মনে করেছিলাম, তিনি বাজারেই খেয়ে নিয়েছেন।”

“রবিবার সকালে তিনি বাড়ি না ফেরায় মোবাইলে ফোন দিলে রিসিভ করেননি। পরে আমরা স্কুলে গিয়ে ডাকাডাকি করি, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। তখন স্কুলের পিয়নকে ডেকে দরজা খুললে বাবার লাশ পাওয়া যায়।”

নাইম আরও বলেন, “বাবা আগে একবার স্ট্রোক করেছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।”

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, “মৃত মোজাফফর ওই বিদ্যালয়ের নৈশপ্রহরী ছিলেন। লাশ উদ্ধারের সময় তার পাশেই কীটনাশকের বোতল পাওয়া গেছে এবং নাক-মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কীটনাশক পানে আত্মহত্যা করেছেন।”

মৃতের পরিবার, আত্মীয়-স্বজন, স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয় জনসাধারণকে জিজ্ঞাসাবাদ করে তাদের কোনো অভিযোগ না পাওয়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন