১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১০:৪২:১২ অপরাহ্ন
কমান্ড অথরিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তান শাহবাজ শরিফ
  • আপডেট করা হয়েছে : ১০-০৫-২০২৫
কমান্ড অথরিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তান শাহবাজ শরিফ

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানে গত মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এর জেরে দুই দেশের মধ্যে যুদ্ধের দামামা বইছে। শনিবার (১০ মে) বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের 'অপারেশন সিন্দুর' এর বদলা হিসেবে পাকিস্তান 'অপারেশন বানিয়ান মারসুস' শুরু করেছে। এ ছাড়া ভারতও পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। 


এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) বৈঠক ডেকেছেন। 


এনসিএ দেশটির স্থল, আকাশ ও নৌ বাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে। তবে এর আরও গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।


এনসিএ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়কমন্ত্রীও এ সংস্থার সদস্য।


এ কমিটিতে জয়েন্ট চীফ অফ স্টাফ, তিন বাহিনী প্রধান, স্ট্রাটেজিক প্লানস ডিভিশন (এসপিডি)-এর ডিরেক্টর সদস্য হিসেবে রয়েছেন।


এসপিডি পাকিস্তানের পারমানবিক অস্ত্রের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা।  


শেয়ার করুন