২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১০:৩৮:৪০ অপরাহ্ন
সিরাজগঞ্জে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • আপডেট করা হয়েছে : ১৬-০৪-২০২৫
সিরাজগঞ্জে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিরাজগঞ্জে ৬ দফা দাবীতে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা শহরের রেলগেট এলাকায় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে এই কর্মসূচি শুরু হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগানের মধ্যদিয়ে তাদের দাবি তুলে ধরেন। এর ফলে তখন জেলা শহর থেকে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে এবং মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।


বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, গত ১৮ মার্চ হাইকোর্টের নির্দেশে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য ৩০ শতাংশ কোটা প্রয়োগ করে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতির আদেশ দেন।  এতে কারিগরি শিক্ষায় ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হয়েছে এবং পেশাগত বৈষম্য আরও গভীর হয়েছে। এজন্য আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।


তাদের দাবি, ৩০ শতাংশ কোটা বাতিল; কারিগরি শিক্ষায় শিক্ষিতদের দিয়েই কারিগরি পদে নিয়োগ; বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন; প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণ; প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে আবেদন করতে সুযোগ দেয়া এবং জুনিয়র ইনস্ট্রাক্টর পদের যোগ্যতা হিসেবে বাধ্যতামূলকভাবে ডিপ্লোমা ডিগ্রি নির্ধারণ।


এদিকে বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও স্থানীয় প্রশাসন সেখানে অবস্থান নেয়। ২ ঘণ্টা ব্যাপী এই অবরোধ প্রত্যাহার করলে যানচলাচল স্বাভাবিক হয়।


শেয়ার করুন