১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১০:১২:৩৫ পূর্বাহ্ন
অস্ত্র মামলায় ১৭ বছর সাজাপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২৫
অস্ত্র মামলায় ১৭ বছর সাজাপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিল থানার অস্ত্র মামলার ১৭ বছর সাজাপ্রাপ্ত আসামি মো. সাইফুল ইসলাম ফয়সালকে (৩৪) গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে র‍্যাব-১১ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ফয়সাল নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের পূর্ব নোয়াখলা গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে।


র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‍্যাব-৭, সিপিএসসি, পতেঙ্গা, চট্টগ্রামের একটি আভিযানিক দল কোতোয়ালি থানার আসাদগঞ্জ চাঁন মিয়া লেন এলাকায় অভিযান চালায়। এসময় নোয়াখালীর চাটখিল থানার মামলা নং-১০, তাং-১৫/০৮/২০১৩, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ওয়ারেন্টভুক্ত আসামি ফয়সালকে গ্রেপ্তার করা হয়।


ওয়ারেন্ট সূত্রে জানা যায়, অস্ত্র মামলায় আদালত তাকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ ধারায় ১০ বছর এবং ১৯(এফ) ধারায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে সে দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ফয়সাল নিজের নাম-ঠিকানা ও মামলার সত্যতা স্বীকার করেন। পরবর্তীতে তাকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নোয়াখালীর চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কমান্ডার (ভারপ্রাপ্ত) এবং সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, আসামি দীর্ঘ সময় বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন ছিলেন। বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন