০৭ ডিসেম্বর ২০২৪, শনিবার, ০৬:৩৭:০৬ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষ: নিহত ১, আহত ১১
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৪
ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষ:  নিহত ১, আহত ১১

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ৩৯ বিঘা জমি নিয়ে দীর্ঘ ৫০ বছরের বিরোধের জেরে দুই সম্প্রদায়ের সংঘর্ষে এক আদিবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১১ জন আহত হয়েছেন।


বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় হরিপুর ইউনিয়নের কারীগাঁও মৌজায় এ ঘটনা ঘটে। শিহিপুর ও দামোল গ্রামের আদিবাসী সম্প্রদায়ের লোকজন বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের চেষ্টা করলে স্থানীয় বাঙালি সম্প্রদায়ের কিছু ভূমিহীন ব্যক্তি বাধা দেয়। এতে সংঘর্ষ বাধে।


সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান কানদন সরেন (৫০), পিতা রেন্টু সরেন, গ্রাম শিহিপুর। আহতদের মধ্যে আছেন:

১. পবিরুল ইসলাম  নুর ইসলাম ৩. জাহেদুল ইসলাম ৪. মো. আসিক ৫. জাহাঙ্গীর আলম ৬. হবিবর রহমান ৭. মো. শফি ৮. মো. ইসমাইল৯. সুসিলা সরেন (নিহতের স্ত্রী) ১০. মরিয়ম সরেন ১১. শনিরাম হাসদা এদের মধ্যে কেউ কারীগাঁও এলাকার বাসিন্দা এবং কেউ শিহিপুর ও দামোল গ্রামের।


হরিপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া জানান, এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


প্রসঙ্গত, জমি নিয়ে বিরোধটি দুই সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছিল, যা বুধবারের সংঘর্ষে প্রাণঘাতী রূপ নেয়।

শেয়ার করুন