১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ০৭:২৫:৪১ অপরাহ্ন
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত দুজনের কর্নিয়া প্রতিস্থাপন
  • আপডেট করা হয়েছে : ২০-১০-২০২৪
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত দুজনের কর্নিয়া প্রতিস্থাপন

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত দুজন রোগীর চোখে কর্নিয়া প্রতিস্থাপন করা হবে রোববার। সার্জারির জন্য নেপাল থেকে জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমানের মাধ্যমে আনা হচ্ছে টিস্যু।


যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান সেবা ফাউন্ডেশন এই অতি সংবেদনশীল কর্নিয়াল টিস্যু সরবরাহের ব্যবস্থা করেছে।


স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। 


তিনি জানান, এর আগে সেবা ফাউন্ডেশন থেকে ৪০টি কর্নিয়া পাওয়ার আশ্বাস পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো আন্দোলনে আহত দুজনের চোখের কর্নিয়া প্রতিস্থাপন করা হবে।


চার ঘণ্টার ভেতর এই অপারেশন করতে হয়। এ কারণে জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমানের মাধ্যমে এই কর্নিয়া দেশে আসছে। জরুরি ভিত্তিতে এই সার্জারি হওয়ার পর আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে সার্জারি শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন কর্তব্যরত চিকিৎসকেরা।


শেয়ার করুন