 
                         
                    
                                            
                        
                             
                        
রাজশাহীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ ছাত্রশিবির নেতা আলী রায়হান মারা গেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রায়হান মারা যান। তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আলী রায়হান রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
গত ৫ আগস্ট রাজশাহী নগরীর আলুপট্টি এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে শিবির নেতা আলী রায়হান মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মাথায় অপারেশন করে গুলি বের করা হলেও আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান তিনি।
হাসপাতালের আইসিইউর ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বলেন, মাথায় গুলিবিদ্ধ হওয়ার কারণে অপারেশন করা হলেও তার অবস্থা আশঙ্কাজনক। অবস্থার আরও অবনতি হলে বুধবার থেকে তাকে আইসিইউতে নেওয়া হয়। তবে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান।

