১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ০৬:৪৫:৫৯ অপরাহ্ন
তরুণদের সামনে রেখে সাজানো হচ্ছে কর্মসূচি
  • আপডেট করা হয়েছে : ১৮-০৫-২০২৪
তরুণদের সামনে রেখে সাজানো হচ্ছে কর্মসূচি

বাংলাদেশ আওয়ামী লীগ দেশের প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক সংগঠন। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও আওয়ামী লীগের ইতিহাস একসূত্রে গাঁথা। ১৯৪৯ সালের ২৩ জুন রোজ গার্ডেনে যাত্রা শুরু করা দলটি এবার পঁচাত্তর বছর পূর্ণ করতে যাচ্ছে। টানা চতুর্থবারসহ পঞ্চমবারের মতো ক্ষমতায় থাকা আওয়ামী লীগ তার প্রতিষ্ঠার প্লাটিনাম জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে চায়। এ লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে দলটির। ইতোমধ্যে গঠন করা হয়েছে বিভিন্ন উপকমিটি। তারা কাজও শুরু করেছে। এবার কেন্দ্রীয়ভাবে নানা আয়োজনের পাশাপাশি একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত কর্মসূচি পালন করতে চায় আওয়ামী লীগ। এসব কর্মসূচির মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু এবং দল সম্পর্কে জানাতে চায় তারা।

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি যুগান্তরকে বলেন, আমরা আমাদের দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে করতে চাই।

নতুন প্রজন্মকে টার্গেট করে আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিগুলো পালন করব। মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস এবং আওয়ামী লীগের ইতিহাস এক ও অভিন্ন। আমরা চাই আমাদের নতুন প্রজন্মকে আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানাতে।

দলীয় সূত্রে জানা গেছে, চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে ক্ষমতাসীনদের। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে বঙ্গবন্ধু, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ এবং ইতিহাস ঐতিহ্য নিয়ে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে দেশের বরেণ্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিএনপিকেও আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ। এছাড়া আয়োজনে আমন্ত্রণ জানানো হবে উপ-মহাদেশসহ বিভিন্ন দেশের রাজনৈতিক দলকেও।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীতে তরুণ প্রজন্ম যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের ইতিহাস সঠিকভাবে জানতে পারে সেজন্য জাতীয় এবং তৃণমূল পর্যায়ে আয়োজন করা হবে রচনা প্রতিযোগিতার। আয়োজন করা হবে বিষয়ভিক্তিক জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারের। এছাড়া জুন মাসেই জাতীয় পরিবেশ দিবস এবং বৃক্ষরোপণ সপ্তাহ পালন করা হয়। জাতীয়ভাবে পালনের পাশাপাশি এই দিবস ঘিরেও প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে দলটির। এছাড়া বিষয়ভিক্তিক উপকমিটিগুলো পরবর্তীতে সভা করে নতুন নতুন আরও কর্মসূচির প্রস্তাব দেবে। তবে এসব কর্মসূচিই থাকবে খসড়া আকারে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিলেই তা চূড়ান্ত হবে।

শেয়ার করুন