০৪ নভেম্বর ২০২৪, সোমবার, ১১:৪৫:৪৯ অপরাহ্ন
কাতারের আমির আসছেন সোমবার
  • আপডেট করা হয়েছে : ২০-০৪-২০২৪
কাতারের আমির আসছেন সোমবার

প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দুই দিনের সফরে আগামী সোমবার  তিনি বাংলাদেশে এসে পৌঁছাবেন। তাঁর এ সফরে দুই দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতার পাশাপাশি দক্ষ জনশক্তি রপ্তানি ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের বিষয় গুরুত্ব পাবে। সূত্র জানায়, ঢাকা সফরকালে কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠকের পর দুই দেশের মধ্যে জ্বালানি, জনশক্তি রপ্তানি, ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধি ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে প্রায় ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মধ্যে এয়ার সার্ভিস চুক্তির সংশোধন, বন্দি প্রত্যর্পণ, সামুদ্রিক পরিবহন সেবা চুক্তি, দ্বৈত কর প্রত্যাহার, শুল্ক খাত, উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, যৌথ বাণিজ্য পরিষদ ও যৌথ কমিশন গঠনের মতো বিষয়ও রয়েছে। এ ছাড়া কাতারের বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মাওয়ানি কাতার চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় আগ্রহী। কাতারের আমিরের ঢাকা সফরের সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। ২০০৫ সালে কাতারের তখনকার আমির হামাদ বিন খলিফা আল থানি বাংলাদেশে এসেছিলেন। প্রায় দুই দশক পর বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশে আসছেন। এর মধ্যে ইসরায়েল-ইরান নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে তাঁর এ সফরে মধ্যপ্রাচ্য ইস্যু বিশেষ গুরুত্ব পেতে পারে।


শেয়ার করুন