১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ০৭:৫৭:১০ অপরাহ্ন
সৌদিতে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
  • আপডেট করা হয়েছে : ০৮-০৪-২০২৪
সৌদিতে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় অর্ধচন্দ্রাকার চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব আগামী বুধবারকে (১০ এপ্রিল) ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে। তাই এই বছর পবিত্র রমজান মাস ৩০ দিনে শেষ হবে বলেও দেশটি জানিয়েছে।


এর আগে সৌদির সুপ্রিম কোর্ট সারা দেশে বিশ্বস্তদেরকে রমজানের ২৯ তারিখ সোমবার অর্ধচন্দ্র দেখার জন্য আহ্বান জানিয়েছিল।


সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ঘোষণা অনুসারে, দেশটির সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা সোমবার (৮ এপ্রিল) থেকে ঈদুল ফিতরের জন্য চার দিনের ছুটি পাবেন।


পাশাপাশি যেহেতু শুক্র ও শনিবার সৌদি আরবের অফিশিয়াল সাপ্তাহিক ছুটির দিন, তাই দেশটির বাসিন্দারা একটানা ছয় দিনের ছুটি উপভোগ করবেন। কর্মীরা আগামী রবিবার (১৪ এপ্রিল) কাজে ফিরবেন।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে সরকারি কর্মীরা ৯ দিনের বিরতি পাবেন। কারণ শনি ও রবিবার তাদের অফিশিয়াল উইকএন্ড।


শেয়ার করুন