৩১ জানুয়ারী ২০২৬, শনিবার, ০৪:০০:০৮ অপরাহ্ন
রাকসুর এজিএস শিবির সমর্থিত প্রার্থী সালমান সাব্বির
  • আপডেট করা হয়েছে : ১৭-১০-২০২৫
রাকসুর এজিএস শিবির সমর্থিত প্রার্থী সালমান সাব্বির

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী সালমান সাব্বির।


শুক্রবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে দেখা যায়, এজিএস পদে সালমান সাব্বির ৬ হাজার ৯৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থী জাহিন বিশ্বাস (এষা) পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ১ হাজার ৩০ ভোট।


এবারের রাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন একই প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ। তিনি ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয় পান। অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার জয়ী হয়েছেন ১১ হাজার ৫৩৭ ভোট পেয়ে।


নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থীরা গণতান্ত্রিক চর্চার নতুন সূচনা হিসেবে ফলাফলকে স্বাগত জানান।


এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে ৮টা থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয় এবং পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হয়।


এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ এবং ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ।


শেয়ার করুন