 
                         বাগমারায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
                    
                                            বাগমারায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
                        
                             
                        
রাজশাহীর বাগমারায় পৃথক অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে চোলাইমদসহ উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর উপজাতি পাড়ার বাহার ছেলে হরিপদ এবং একই গ্রামের সম্ভু রায়ের ছেলে ফেলু রায়।
চোলাইমদ সেবনকালে বাড়ির পাশ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। তাদের বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।
অপরদিকে পরোয়ানাভুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো উপজেলার মোহনপুর গ্রামের সেফাতুল্লাহর ছেলে জহুরুল ইসলাম এবং মহব্বতপুর গ্রামের কার্তিকের ছেলে উপেন। মঙ্গলবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।

