২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ১১:৩৩:৪৯ পূর্বাহ্ন
হামাস-ইসরায়েল যুদ্ধে ৬০০ ইসরায়েলি নিহত, যুদ্ধ অনুমোদন
  • আপডেট করা হয়েছে : ০৮-১০-২০২৩
হামাস-ইসরায়েল যুদ্ধে ৬০০ ইসরায়েলি নিহত, যুদ্ধ অনুমোদন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় এ পর্যন্ত ৩১৩ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। অপর দিকে চলমান এ সংঘর্ষে ৬০০ ইসরায়েলি নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের নিরাপত্তা পরিষদ অফিশিয়ালি এ যুদ্ধের অনুমোদন দিয়েছে। আজ রোববার টাইমস অব ইসরায়েল এ খবর জাানিয়েছে।  


প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল জানায়, গতকাল শনিবার সকালে হামলার শুরু থেকে এ পর্যন্ত ৬০০ ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে দুই হাজারের অধিক। ইসরায়েলে নিহতদের মরদেহ ব্যবস্থাপনার স্বেচ্ছাসেবী সংগঠন জাকার একজন মুখপাত্র টাইমস অব ইসরায়েলকে এ তথ্য নিশ্চিত করেছে। অপর দিকে ইসরায়েলিদের হামলায় ৩১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১ হাজার ৯৯০ জন। 


নিহত ইসরায়েলিদের মধ্যে ৪৪ জন সেনাসদস্য বলে নিশ্চিত করেছে দেশটির সেনা বিভাগ। নিহতদের পরিবারকেও এই তথ্য জানানো হয়েছে।


ইসরায়েলের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুটি ভিন্ন পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।


এদিকে ইসরায়েলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলও।


শেয়ার করুন