৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০৪:২৯:৪৫ অপরাহ্ন
ধর্ষণে সহযোগিতার মামলা: আইডিয়ালের অধ্যক্ষের আগাম জামিন
  • আপডেট করা হয়েছে : ১৫-০৮-২০২৩
ধর্ষণে সহযোগিতার মামলা: আইডিয়ালের অধ্যক্ষের আগাম জামিন

ধর্ষণে সহযোগিতার অভিযোগে করা মামলায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার আদালতে হাজির হয়ে আবেদন করলে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী খুরশীদ আলম খান জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এ এক কলেজছাত্রীর বাবা বাদী হয়ে মামলাটি করেন। মামলায় মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। আর অধ্যক্ষের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ আনা হয়।


মামলার অভিযোগে বাদী বলেন, তাঁর মেয়ে মতিঝিল আইডিয়ালের একাদশ শ্রেণির ছাত্রী। আসামি মুশতাক বিভিন্ন অজুহাতে কলেজে আসতেন এবং তাঁর মেয়েকে ক্লাস থেকে অধ্যক্ষের কক্ষে ডেকে আনতেন। অধ্যক্ষ তাঁর মেয়েকে ক্লাস থেকে নিয়ে এসে কক্ষের দরজা বন্ধ করে দিয়ে আসামিকে সময় ও সঙ্গ দিতে বলেন। এ বিষয়ে বাদী প্রতিকার চাইতে গেলেও কোনো সহযোগিতা করেননি অধ্যক্ষ। বরং আসামি মুশতাককে অনৈতিক সাহায্য করে আসতে থাকেন।


শেয়ার করুন