২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৩:১১:১৩ অপরাহ্ন
ঝালকাঠির বাস দুর্ঘটনায় চালকসহ তিনজনের নামে মামলা
  • আপডেট করা হয়েছে : ২৪-০৭-২০২৩
ঝালকাঠির বাস দুর্ঘটনায় চালকসহ তিনজনের নামে মামলা

ঝালকাঠির ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে।


রোববার (২২ জুলাই) রাতে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) সুশংকর বাদী হয়ে তিনজনের নামে মামলাটি করেন।


মামলার আসামিরা হলেন, ‘বাসার স্মৃতি’ বাসের চালক মোহন (৪০), সুপারভাইজার মিজান (৩০) এবং চালকের সহকারী আকাশ (১৭)।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।


গতকাল শনিবার সকাল পৌনে ১০টার দিকে ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার পথে ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাসটি উল্টে পানিতে পড়ে যায়। এতে ১৭ জন নিহত হন। নিহতদের মধ্যে আটজন নারী, ছয়জন পুরুষ এবং তিনজন শিশু।


ভয়াবহ ওই দুর্ঘটনায় আহত হন যানটিতে থাকা আরও ৩৫ যাত্রী। তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল ও ঝালকাঠি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। যারা ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছেন।


শেয়ার করুন