০২ মে ২০২৪, বৃহস্পতিবার, ০৪:১৪:৫২ পূর্বাহ্ন
নগরীর লক্ষিপুর বাঁকির মোড়ে চাঁদার টাকা না দেয়াই দোকানে হামলা ভাঙ্গচুর
  • আপডেট করা হয়েছে : ১৭-০৬-২০২৩
নগরীর লক্ষিপুর বাঁকির মোড়ে চাঁদার টাকা না দেয়াই দোকানে হামলা ভাঙ্গচুর

রাজশাহী লক্ষিপুর বাঁকির মোড়ে চাঁদার টাকা না দেয়াই রিকশা গ্যরেজে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিকশা গ্যরেজ মালিক লক্ষিপুর বাগানপাড়ার আরমানের ছেলে জুয়েল রাজপাড়া থানায় লিখিতো অভিযোগ দিয়েছে।

জানা গেছে, লক্ষিপুর বাকির মোড়ে রিকশা গ্যরেজ মালিকর লক্ষিপুর বাগানপাড়া আরমানের ছেলে জুয়েল দীর্ঘদিন যাবত রিকশা গ্যরেজ চালিয়ে আসছে। সাম্প্রতিক কিছু দিন আগে ওই এলাকার এরামুলের নেতৃত্বে বদরুলের ছেলে বাশিরুল, বারির ছেলে তানফির, শফিকুলের ছেলে শাজদার, সাদিয়ার, এনামুলের ছেলে একরামুল ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে গ্যরেজ মালিক জুয়েলের গ্যরেজে চাঁপাতি, হাসুয়া, লোহার রড নিয়ে শুক্রবার রাত ৮ টার দিকে হামলা চালিয়ে গ্যরেজের দরজা ভেঙ্গে ফেলে। এ সময় গ্যরেজ মালিক জুয়েল পালিয়ে গিয়ে প্রানে বেঁচে যায়।

দোকানের সামনে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ৭ থেকে ৮ জন যুবক, হাসুয়া, চাপাতি, লোহার রড নিয়ে রিকশার গ্যরেজে হামলা চালিয়ে গ্যরেজ ভাঙ্গচুর করছে। সিসি টিভির ফুটেজ থানা পুলিশের কাছে দেয়া হয়েছে বলে জানান গ্যরেজ মালিক জুয়েল।

এ ঘটনা গ্যারেজ মালিক জুয়েল নাম উল্লেখ করে ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় রাজপাড়া থানার এসআই কাজল নন্দি বলেন, খবর পেয়ে ঘটনা স্থল পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ হয়েছে থানায়। আসামীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন