০৩ মে ২০২৪, শুক্রবার, ০৬:১০:১৮ পূর্বাহ্ন
গাম্বিয়ায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে উষ্ণ অভ্যর্থনা
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২৩
গাম্বিয়ায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে উষ্ণ অভ্যর্থনা

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়ে বলেছে, গাম্বিয়া সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার (১৩ জুন) সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গাম্বিয়া সেনাবাহিনীর বিভিন্ন সামরিক সরঞ্জামাদি, রণ প্রস্তুতি এবং মহড়া অনুশীলন অবলোকন করেন। এছাড়াও তিনি গাম্বিয়া সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ সুবিধাদি, ফাজারা ব্যারাক এবং গাম্বিয়ার গার্ডস ব্যাটালিয়ন পরিদর্শন করেন।

আইএসপিআর জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশ-গাম্বিয়া সেনাবাহিনীর যৌথ কন্টিনজেন্ট মোতায়েনের জন্য গাম্বিয়ার প্রস্তাবনার ভিত্তিতে গাম্বিয়া সেনাবাহিনীর সক্ষমতা যাচাই ও পরবর্তী পন্থা নির্ধারণের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।


আইএসপিআর জানিয়েছে, গাম্বিয়া সফরের প্রথম দিনে (১২ জুন) তিনি গাম্বিয়ার চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াঙ্কুবা এ. ড্রামেহ, প্রতিরক্ষামন্ত্রী শেখ ওমর ফাই এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি গাম্বিয়া জাতীয় পরিষদের প্রতিরক্ষা নির্বাচন কমিটির সঙ্গেও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

শেয়ার করুন