২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ০৬:৫০:১১ পূর্বাহ্ন
ঘন কুয়াশায় ৩ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় শুরু
  • আপডেট করা হয়েছে : ১৮-১২-২০২২
ঘন কুয়াশায় ৩ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় শুরু

তিন ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় শুরু হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে শনিবার দিনগত রাত সাড়ে ৪টা থেকে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ ছিল। ফলে সেতুর উভয় পাশে ১৪ কিমি এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছিল। 

বঙ্গবন্ধু সেতু ট্রাফিক কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, ভোররাত থেকে ঘন কুয়াশার পরিমাণ বেড়ে যায়। এতে দৃষ্টিসীমার ৪০ মিটারের কম হওয়ায় সেতুতে দুর্ঘটনা এড়াতে উভয়পাড়ে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি। 

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। এতে সেতুতে দুর্ঘটনা এড়াতে টোল আদায় বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় সাড়ে ৭টার দিকে দৃষ্টিসামী ৬০ মিটার অতিক্রম করলে টোল আদায় শুরু হয়।

শেয়ার করুন