২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১১:৫৯:২২ অপরাহ্ন
চোরাই অটোরিক্সা উদ্ধার,গ্রেফতার ১
  • আপডেট করা হয়েছে : ০৬-০৬-২০২২
চোরাই অটোরিক্সা উদ্ধার,গ্রেফতার ১

ইং ০৪/০৬/২০২২ তারিখ বিকাল অনুমান ০৩.১০ ঘটিকার সময় কাশিয়াডাঙ্গা থানাধীন

গুড়িপাড়া সাকিনস্থ মামলার বাদী মোঃ রাসেল আলি সেখ (৩৫), পিতা-মৃত তোহির উদ্দিন শেখ,

মাতা-মৃত মেহের নেগার, গ্রাম-গুড়িপাড়া, থানা-কাশিয়াডাঙ্গা, মহানগর রাজশাহী তাহার

বসত বাড়ীর সামনে তাহার ব্যাটারি চালিত অটোরিক্সা, যাহার মূল্য অনুমান ১,০০,০০০/- (এক লক্ষ)

টাকা রাখিয়া দুপুরের খাবার খাওয়ার জন্য বাসায় প্রবেশ করে। পরবর্তীতে ইং ০৪/০৬/২০২২

তারিখ বিকাল অনুমান ০৩.৪০ ঘটিকায় দুপুরের খাবার খাইয়া তিনি বাসার সামনে আসিয়া

দেখিতে পান যে, তাহার রাখা অটোরিক্সাটি নাই। তাৎক্ষনিক তিনি আশে-পাশে খোজাখুঁজি

করিতে থাকিলে লোকমুখে সংবাদ পায় যে, কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর গুড়িপাড়া সাকিনস্থ

উম্মাহাতুন মুমিনিয়া মাদ্রাসা এর সামনে পাকা রাস্তার উপর তাহার ভাড়ায় চালিত

অটোরিক্সাটি চোরসহ স্থানীয় লোকজন আটক করেছে। ইং ০৪/০৬/২০২২ তারিখ বিকাল অনুমান

৪.১০ ঘটিকার সময় তিনি ও তাহার অটোরিক্সার মালিক মোঃ স¤্রাট আলী (৩৮), পিতা-মৃত

মাইনুদ্দিন, মাতা-মৃত আজেদা বেগম, গ্রাম-উত্তর গুড়িপাড়া, থানা-কাশিয়াডাঙ্গা, মহানগর

রাজশাহীসহ কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর গুড়িপাড়া সাকিনস্থ উম্মাহাতুন মুমিনিয়া

মাদ্রসা এর সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হইয়া অটোরিক্সাটি সনাক্ত করেন। অতঃপর ঘটনাস্থলে

উপস্থিত সাক্ষীদের নিকট হইতে বাদী বিস্তারিত জানিতে পারেন যে, সে তাহার ব্যাটারি

চালিত অটোরিক্সাটি ঠেলে নিয়ে যাচ্ছিল। তখন সাক্ষীদের সন্দেহ হওয়ায় আসামী ১। মোঃ রনি

ইসলাম (৩৩), পিতা-মোঃ আজিজুল ইসলাম, মাতা-মোছাঃ সমিরন বেগম, গ্রাম-ভাটাপাড়া,

থানা-রাজপাড়া, মহানগর রাজশাহীকে অটোরিক্সাটি থামাইয়া অটোরিক্সাটি কোথায় নিয়ে

যাচ্ছে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় অটোরিক্সার চাবি

হারাইয়া গিয়াছে তাই ঠেলে নিয়ে যাচ্ছে। ততক্ষণে সংবাদ পাইয়া ঘটনাস্থলে কাশিয়াডাঙ্গা

থানা পুলিশ হাজির হইয়া জিজ্ঞাসাবাদে উক্ত আটকৃত আসামী অটোরিক্সা চুরির ঘটনার কথা

স্বীকার করে ও তাহার হেফাজত হইতে উক্ত চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে

প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

শেয়ার করুন