২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০৪:১৫:৫৭ অপরাহ্ন
বেলারুশে রুশ পারমাণবিক ওয়ারহেড নিয়ে যা বললেন বাইডেন
  • আপডেট করা হয়েছে : ২৭-০৫-২০২৩
বেলারুশে রুশ পারমাণবিক ওয়ারহেড নিয়ে যা বললেন বাইডেন

বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়ে ‘অত্যন্ত নেতিবাচক’ বোধ করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার তিনি এমন মন্তব্য করেছেন বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, ক্যাম্প ডেভিডের জন্য ওয়াশিংটন ছেড়ে যাওয়ার আগে শুকবার সাংবাদিকরা যখন তাকে রাশিয়ার পারমাণবিক পদক্ষেপ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, তখন বাইডেন বলেন, এ ব্যাপারে তার প্রতিক্রিয়া ‘অত্যন্ত নেতিবাচক’।

এর আগে মস্কো সফরের সময় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, রাশিয়া তার দেশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থানান্তর করা শুরু করেছে।

লুকাশেঙ্কো রাশিয়ার পারভি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাদের স্টোরেজ এলাকা এবং জিনিসপত্র প্রস্তুত করতে হয়েছিল। আমরা সেটা করেছি। সুতরাং পারমাণবিক অস্ত্রের স্থানান্তর ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।’

খবরে বলা হয়েছে, রাশিয়া ও বেলারুশীয় প্রতিরক্ষামন্ত্রীরা বৃহস্পতিবার মিনস্কে রাশিয়ান পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। 

শেয়ার করুন