৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১১:৪৪:২৮ অপরাহ্ন
আগুন নিয়ন্ত্রণে যোগ দিচ্ছে পাশের জেলার ফায়ার ইউনিট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৬-২০২২
আগুন নিয়ন্ত্রণে যোগ দিচ্ছে পাশের জেলার ফায়ার ইউনিট

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা অন্তত দুই শতাধিক বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।

শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ কনটেইনার ডিপোতে আগুনের ঘটনা ঘটে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এ আগুনের ঘটনার ভয়াবহতা বাড়ছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুরের বিভিন্ন স্টেশনের সহযোগিতা চাওয়া হয়েছে। ইতোমধ্যে লক্ষ্মীপুর, ফেনীর দুই ইউনিট যোগ দিয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আনতে আশপাশের কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুরের ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। ইতোমধ্যে লক্ষ্মীপুর, ফেনীর দুইটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

বিএম কনটেইনার ডিপোতে আমদানি ও রফতানির বিভিন্ন মালামালবাহী কনটেইনার আছে বলে জানা গেছে। তাতে রাসায়নিক দ্রব্য রয়েছে। কিছুক্ষণ পরপর বিস্ফোরণে ঘটনা ঘটছে।

শেয়ার করুন