০৭ ডিসেম্বর ২০২৪, শনিবার, ০৫:১৫:০৮ অপরাহ্ন
বাঘা ও লালপুরে ‘স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের’ ঈদ উপহার সামগ্রী বিতরণ
  • আপডেট করা হয়েছে : ১৮-০৪-২০২৩
বাঘা ও লালপুরে ‘স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের’ ঈদ উপহার সামগ্রী বিতরণ

রাজশাহীর বাঘা উপজেলা ও নাটোরের লালপুর উপজেলায় তরুণদের নিয়ে গঠিত মানবসেবায় নিয়োজিত সংগঠন “স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন” এর পক্ষ থেকে ২০ গ্রামের অসহায়-দুঃস্থ মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) এসকল উপহার সামগ্রী গ্রামে গ্রামে গিয়ে বিতরণ করেন “স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন” এর সদস্যরা।

ঈদের আনন্দ ভাগ করে নিতেই বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জনির সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে “স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন” এর সদস্যরা।

তারা জানায়, “স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন” এর ঈদ উপহার ইভেন্টের অংশ হিসেবে চতুর্থ বছরের মতো বাঘা এবং লালপুর উপজেলার প্রায় ২০ গ্রামের অসহায়, সুবিধাবঞ্চিত ও দিনমজুর পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাই, চিনি, দুধ, আলু, পেঁয়াজ এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, সুবিধাবঞ্চিত ও অসহায়দের জীবনমানের উন্নয়নে স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছে “স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন” এর একঝাঁক স্বপ্নবাজ তরুণ।

শেয়ার করুন