০২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ১০:৫৩:৫৯ অপরাহ্ন
রাজশাহীতে ১২০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৫
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২৫
রাজশাহীতে ১২০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৫

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন বেলঘরিয়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে চিহ্নিত ইয়াবা ডিলার মোঃ আবুল কালাম আজাদ (৫০), পিতা-মৃত আঃ সাত্তার, সাং-বেলঘড়িয়া, থানা-কাটাখালী, রাজশাহী মহানগরী, রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেলে ইয়াবা বহন করে আনছে। এ সংবাদের প্রেক্ষিতে ০১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. বিকাল সাড়ে ৪টায় র‌্যাব-৫ এর আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান চালায়।


অভিযানে আজাদকে আটক করে তার মোটরসাইকেল তল্লাশি করা হয়। এসময় মোটরসাইকেলের সিটের নিচে এয়ার ফিল্টারের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া আসামির কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল জব্দ করা হয়।


র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আজাদ দীর্ঘদিন ধরে ফেন্সিডিল ও ইয়াবা পাচার করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, ঢাকায় যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ৫০ বোতল ফেন্সিডিল বহন করে নিয়ে যায় এবং ফেরার পথে ইয়াবা নিয়ে আসে। এরপর এসব মাদক রাজশাহীর বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রি করত।


ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাটাখালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


শেয়ার করুন