২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১০:২১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
দুবাইয়ে চারতলা ভবনে আগুন, নিহত ১৬
  • আপডেট করা হয়েছে : ১৬-০৪-২০২৩
দুবাইয়ে চারতলা ভবনে আগুন, নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে ভবনটির চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানায় দুবাইয়ের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।




সিভিল ডিফেন্সের এক মুখপাত্র বলেন, স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভবনের বাসিন্দাদের সরানো ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পোর্ট সাইদ ও হামরিয়াহ ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। দুপুর ২টা ৪২ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।


তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, নিরাপত্তা ও সুরক্ষা-সংক্রান্ত নীতি না মানায় ভবনটিতে আগুন লাগে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অধিকতর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানার চেষ্টা করছে।



ভবনটিতে থাকা একটি দোকানের কর্মচারী বলেন, আমরা একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পাই। প্রাথমিকভাবে আমরা বুঝতে পারেননি, আসলে কী ঘটেছে। পরে দেখি, ধোঁয়া উড়ছে ও জানালা দিয়ে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উড়ছে ও দুর্ঘটনাকবলিত ভবনটির একাধিক জানালা দিয়ে আগুন বাইরে বেরিয়ে আসছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

শেয়ার করুন