২০ এপ্রিল ২০২৪, শনিবার, ১২:১৭:০৩ পূর্বাহ্ন
পবায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • আপডেট করা হয়েছে : ১০-০৪-২০২৩
পবায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

রাজশাহীর পবা উপজেলায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সোমবার পবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা।

এসময় অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন, নওহাটা পৌরসভার প্যানেল মেয়র- আজিজুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) রেহেনা আকতার।

উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ ও ইসমোতারা খাতুন, ইসলামিক ফাউণ্ডেশন প্রতিনিধি রুহুল আমিন নুরী, আরএমপি পবা থানা, কাটাখালী থানা, এয়ারপোর্ট থানা, মতিহার থানা, চন্দ্রিমা থানা, শাহমখদুম থানা, দামকুড়া থানা, কর্নাহার থানা, পবা থানা, নৌপুলিশ, বিজিবি প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের প্রতিনিধি, ফায়ার সার্ভিস প্রতিনিধি, আনসার ও ভিডিপি প্রতিনিধি, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

উল্লেখ্য, এসময় উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য, ইভটিজিং, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ, সাইবার অপরাধ প্রতিরোধসহ পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতিমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

শেয়ার করুন