 
                         
                    
                                            
                        
                             
                        
রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের অজুনপাড়া  মৌজার রুয়ের বিলে প্রায় ৩ সপ্তাহ ধরে তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন কাজ অব্যাহত রয়েছে। এই অবৈধ পুকুর খনন বন্ধে স্থানীয়ভাবে লিখিত অভিযোগ দায়ের করা হলেও  বাগমারা উপজেলা প্রশাসনের তরফ থেকে কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে  কোন রকম  পদক্ষেপ নেওয়া হয়নি। বাগমারা উপজেলায় আবাদি জমিতে পুকুর খনন বন্ধে মহামান্য হাইকোর্ট বিভাগের নিষেধাজ্ঞা রয়েছে যা স্থানীয় প্রশাসন   সম্পুর্ন ভাবে অবহিত। তথাপিও  আদালতের উক্ত আদেশ অমান্য করেই হামিরকুৎসা ইউনিয়নের  তালঘড়িয়ার আব্দুল হান্নানের নেতৃত্বে ও মুনজুর তত্ত্বাবধায়নে প্রশাসনকে ম্যানেজ করে প্রায় ৪০  বিঘা তিন ফসলি   জমি ধ্বংস করে নির্বিঘ্নে অবৈধ ভাবে পুকুর খনন কাজ  অব্যাহত রয়েছে এবং  আদালতের উক্ত আদেশ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের তরফ থেকেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। এছাড়াও আদালতের উক্ত আদেশ যথারীতি বলবৎ ও কার্যকর থাকা সত্ত্বেও  চলমান অবৈধ পুকুর খনন সম্পুর্ন রূপে আদালতের আদেশ পরিপন্থি বলে এলাকার সচেতন মহলের দাবি। এসব অবৈধ পুকুর খনন বিষয়ে জানার জন্য বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী এর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন না। এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ, এফ, এম, আবু সুফিয়ান এর সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন না সে কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয় না।

