২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৩:২৪:৪৪ অপরাহ্ন
শাহজালালে র‌্যাগিংয়ের ঘটনায় পাঁচজন বহিষ্কার
  • আপডেট করা হয়েছে : ২৪-০২-২০২৩
শাহজালালে র‌্যাগিংয়ের ঘটনায় পাঁচজন বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। বহিষ্কৃতরা হলেন- ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২০-২১ সেশনের মো. আপন মিয়া, মো. আল আমিন, মো. পাপন মিয়া, মো. রিয়াজ হোসেন ও মো. আশিক হোসেন।

এ ব্যাপারে বুধবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থী তার বিভাগের বিভাগীয় প্রধানের কাছে অভিযোগ দিয়েছিলেন। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ওই পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করে। উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাতে মুজতবা আলী হলের ১১৭ নম্বর রুমে র‌্যাগিংয়ের ঘটনাটি ঘটেছিল। পরে এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. খায়রুল ইসলাম বাংলাদেশ প্রতিদনকে জানান, তদন্ত চলমান রয়েছে।

শেয়ার করুন