১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১২:৪২:০২ অপরাহ্ন
পুঠিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
  • আপডেট করা হয়েছে : ১৫-১১-২০২২
পুঠিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় গৃহবধূ বন্যা খাতুনের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল আটটার দিকে নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

সে উপজেলার জিউপাড়া ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের নিজাম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী। বন্যা বাড়িতে একা ছিলেন। তার স্বামী কর্মস্থলে ছিলেন।

বন্যা খাতুনের স্বামী নিজাম উদ্দিন জানান, তিনি নাটোরে অবস্থিত প্রাণ কোম্পানিতে কাজ করেন। ঘটনার রাতে তিনি রাত্রীকালিন কাজ করেছেন। এরপর সকালে বাড়ি ফিরে দেখেন ঘরের জানালার সাথে ফাঁস দেয়া অবস্থায় তার স্ত্রীর মরদেহ।

তিনি জানান, বন্যা তার দ্বিতীয় স্ত্রী। তাদের বিবাহিত জীবনের ১২ বছর হলেও এখনো কোনো সন্তান হয়নি। আর তার সাথে কখনো কোনো ঝগড়াও হয়নি। ঘটনার রাতে সে বাড়িতে একাই ছিল। কিভাবে কি হলো তা বুঝতে পারছেন না বলে জানান তিনি।

পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন প্রতিবেশীদের বরাত দিয়ে জানান, ঘটনার রাতে গৃহবধূ বন্যা বাড়িতে একাই ছিলেন। আর গলায় রশি দিয়ে ঘরের জানালার সাথে তার মরদেহ ফাঁস দেয়ার মত বাধা ছিল। পূর্বপরিকল্পিত ভাবে তিনি হত্যাকাণ্ডের শিকার নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে।

শেয়ার করুন