২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ১১:৫০:০৭ অপরাহ্ন
নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না দাদির
  • আপডেট করা হয়েছে : ১০-১১-২০২২
নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না দাদির

রাজবাড়ীতে নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না মোসা. রেশমা খাতুন (৪০) নামে এক নারীর। সড়ক দুর্ঘটনা মৃত্যু হয় তার।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরের পৌরসভার চরলক্ষ্মীপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেশমা খাতুন পৌরসভার চরলক্ষ্মীপুর তালতলা এলাকার মো. ইউনুস আলী খানের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে রেশমা খাতুন তার নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় রাজবাড়ী থেকে ধাওয়াপাড়া ঘাটগামী একটি ১০ চাকার বড় ট্রাক তাকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান দাদি রেশমা খাতুন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, ট্রাকটি রেশমা খাতুনকে চাপা দিলে ঘটনাস্থলেই রেশমা খাতুনের মৃত্যু হয়। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। 

শেয়ার করুন