১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৯:৫৫:০৭ অপরাহ্ন
রাজশাহীর বাজারে শীতের সবজি, দাম চড়া
  • আপডেট করা হয়েছে : ১৯-১০-২০২২
রাজশাহীর বাজারে শীতের সবজি, দাম চড়া

শীত আসতে এখনও প্রায় দুই মাস বাকি। তবে এরই মধ্যে রাজশাহীর কাঁচা বাজারে মিলছে নানান ধরনের শীতকালীন সবজি। শুধু তাই নয়, বাজারে এসব সবজি মিললেও তা বিক্রি হচ্ছে বেশ চড়া দামেই।

রাজশাহীর সাহেব বাজারের কাঁচা বাজার ঘুরে দেখা যায়, ৪০ টাকা কেজির কম দরে বাজারে মিলছে না কোনো সবজি। আর উর্ধ্বমুখী দামের কারণে অসন্তোষ সাধারণ ক্রেতারা।

বিক্রেতারা বলছেন, বাজারে নতুন সবজি এলে শুরুর দিকে দাম একটু বেশি থাকে। এছাড়াও বিভিন্ন সবজির আমদানি কম থাকার কারণেও দাম একটু বেশি। তবে কিছুদিন পর এসকল সবজির দাম সাধারণ ক্রেতার নাগালেই থাকবে।

নগরী সাহেব বাজার কাঁচা বাজারে সবজি কিনতে আসা তাসনীম বলেন, যেহেতু হালকা হালকা শীত পড়তে শুরু করেছে তাই এখন বাসায় সবার শীতের সবজি খেতে পছন্দ করবে। কিন্তু বাজারে এসে দেখছি শীতের সবজিগুলোর বেশ চড়া দাম। যা আমাদের মত মধ্যবিত্ত পরিবারের একদম নাগালের বাইরে।

সবজি বিক্রেতা জামাল উদ্দিন বলেন, শীতের সবজি এখন কিছু কিছু উঠেছে। ভালোভাবে শীত পড়তে শুরু করলে বাজারে শীতের সবজি সব উঠে যাবে। প্রতি বছরই শীতের শুরুর দিকে এই সময়টায় সবজির চড়া দাম থাকে। কিছুদিন গেলেই এই দামগুলো কমে যাবে।

বাজার ঘুরে দেখা গেছে, কেজি প্রতি টমেটো ১৪০-১৬০ টাকা, ফুলকপি ৭০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, গাজর ১৬০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা, কাঁচা মরিচ ৬০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে আলু ২৫ টাকা, শসা ৭০-৮০ টাকা, সিম ১০০-১২০ টাকা, মূলা ৪০টাকা, বেগুন ৬০ টাকা, করলা ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ঝিংগা ৬০ টাকা, কাঁকরোল ৬০টাকা, পটল ৪০ টাকা, লাউ প্রতি পিচ ৪০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

এছাড়াও বাজারে দেখা মিলছে লাল, হলুদ, সবুজ রঙের ক্যাপসিকামের। যা বিক্রি হচ্ছে ২৫০-৩০০ টাকা কেজিতে।

বাজার ঘুরে আরও জানা গেছে, আদা বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা, দেশি পেঁয়াজ ৪০-৫০ টাকা, রসুন ৯০-১০০ টাকা করে কেজি।

অন্যদিকে বেড়েছে ডিমের দামও। সাদা ডিমের হালি ৪৪ টাকা ও লাল ডিম ৪৬ টাকা করে বিক্রি হচ্ছে।

অপরদিকে কেজিতে ১০ টাকা কমেছে বয়লার মুরগির দাম। বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি দরে। এছাড়াও সোনালী মুরগী ২৯০-৩০০ টাকা, লেয়ার মুরগি ২৫০-২৬০ টাকা, দেশি মুরগি ৪১০-৪২০ টাকা ও হাঁস বিক্রি হচ্ছে ৪২০ টাকা কেজি হিসেবে।

শেয়ার করুন