১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৫:৫৮:২১ অপরাহ্ন
সিরিয়ায় সেনাবাহিনীর বাসে বিস্ফোরণ, নিহত ১৮
  • আপডেট করা হয়েছে : ১৪-১০-২০২২
সিরিয়ায় সেনাবাহিনীর বাসে বিস্ফোরণ, নিহত ১৮

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি গ্রামে সামরিক বাহিনীর বাসকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত ১৮ সেনা নিহত ও ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার হামলাটি চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কয়েক মাসের মধ্যে যুদ্ধক্ষেত্রের বাইরে এটি সিরিয়ার সরকারি সেনাদের ওপর চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা।

দামাস্কের আশপাশের গ্রামাঞ্চলসহ সিরিয়ায় বাসে হামলা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি। সিরিয়ার কর্তৃপক্ষও এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিস্ফোরণটিতে ১৭ সেনা নিহত হয়েছেন।

ফেব্রুয়ারিতে একই ধরনের আরেকটি বিস্ফোরণে সিরিয়ার সেনাবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছিল।

প্রায় এক দশক ধরে চলা যুদ্ধ-সংঘাতে সিরিয়ায় কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন এবং দেশটি কয়েকটি অংশে বিভক্ত হয়ে পড়েছে।

শেয়ার করুন