২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৪:৪৯:৫০ অপরাহ্ন
লাইভ দেওয়ার সময় সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলা
  • আপডেট করা হয়েছে : ২৬-০৫-২০২২
লাইভ দেওয়ার সময় সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজও ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ডেইলি ক্যাম্পাসের সাংবাদিক আবির আহমেদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় তার মুঠোফোন কেড়ে নেওয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক আবিরকে পিটিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

আবির আহমেদ এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা আমি লাইভ দিচ্ছিলাম। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার ওপর হামলা করেন। তারা আমার মুঠোফোন ছিনিয়ে নিয়ে যান।’

পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ফেসবুক পেজ থেকে লাইভ করার সময় মাহফুজ কোভিদ নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে হাইকোর্ট এলাকার আশপাশে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতা-কর্মীরা। দুপুর ১২টার দিকে তারা মিছিল বের করেন। মিছিলটি হাইকোর্ট মোড় হয়ে দোয়েল চত্বরের দিকে অগ্রসর হয়।

দোয়েল চত্বর এলাকায় আগে থেকেই অবস্থান করছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়। 

শেয়ার করুন