৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০৮:০৮:১৬ অপরাহ্ন
পাকিস্তানে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৯০৩
  • আপডেট করা হয়েছে : ২৫-০৮-২০২২
পাকিস্তানে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৯০৩

পাকিস্তানে চলমান বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৯০৩ জনে। এই দুর্যোগে আহত হয়েছেন আরও ১৩শ বাসিন্দা। বুধবার (২৪ আগস্ট) এ পরিস্থিতিকে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির জলবায়ু বিষয়ক মন্ত্রী শেরি রেহমান। খবর বার্তা সংস্থা এপির।

মন্ত্রণালয়ের হিসাবে, নিহতদের মধ্যে রয়েছে ৩২৬ শিশু ও ১৯১ জন নারী। ক্ষয়ক্ষতির দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থা সিন্ধু প্রদেশের। গেল তিন দশকের মধ্যে প্রদেশটিতে রেকর্ড বৃষ্টিপাত ও বন্যা হচ্ছে। এখানেই প্রাণ হারিয়েছেন তিন শতাধিক মানুষ; আহত ৮৩৬ জন।

এছাড়াও বেলুচিস্তান-খাইবার পাখতুনখোয়া ও আজাদ কাশ্মিরের অবস্থাও বেহাল। প্রদেশগুলোয় বাস্তুচ্যুত অর্ধলক্ষের বেশি বাসিন্দা। অনেকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরে গেলেও যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় এখনো চলছে উদ্ধারকাজ।

দেশটির সেনাবাহিনীর পাশাপাশি দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। জুনের মাঝামাঝি সময় থেকে প্রলয়ঙ্করী বন্যা দেখছে পাকিস্তান।

শেয়ার করুন