১৯ জানুয়ারী ২০২৬, সোমবার, ০৮:০৯:০৩ অপরাহ্ন
আলোচনায় ‘হক’ : কে এই বর্তিকা সিং?
  • আপডেট করা হয়েছে : ১৯-০১-২০২৬
আলোচনায় ‘হক’ : কে এই বর্তিকা সিং?

সুপর্ণ এস. ভার্মা পরিচালিত কোর্টরুম ড্রামা ‘হক’ নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই দর্শকমহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। চলতি বছরের ২ জানুয়ারি ২০২৬ ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি ও ইয়ামি গৌতম। ‘হক’ একটি কল্পনাভিত্তিক কোর্টরুম ড্রামা, যা ভারতের ঐতিহাসিক ১৯৮৫ সালের সাজিয়া বানু মামলা থেকে অনুপ্রাণিত। ছবিটি সাংবাদিক জিগনা ভোরা রচিত গ্রন্থ ‘বানো: ভারত কি বেটি’ অবলম্বনে নির্মিত হয়েছে।


সাজিয়া বানু ছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরে বসবাসকারী এক মুসলিম নারী। স্বামী মোহাম্মদ আহমেদ খান তাঁকে ও তাঁদের পাঁচ সন্তানকে পরিত্যাগ করার পর তিনি ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হন। এই মামলা পরবর্তীতে ভারতের সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ডিজিটাল প্রিমিয়ারের পর ছবিটির সাফল্যের সঙ্গে সঙ্গে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে এর পার্শ্বচরিত্রদের প্রতিও।


বিশেষ করে আলোচনায় উঠে এসেছেন বর্তিকা সিং, যিনি ছবিতে ইমরান হাশমির অন-স্ক্রিন দ্বিতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।

কে এই বর্তিকা সিং?

বর্তিকা সিং জন্মগ্রহণ করেন ২৭ আগস্ট ১৯৯৩ সালে, উত্তর প্রদেশের লখনৌ শহরে।  তিনি লখনৌয়ের কানোসা কনভেন্ট স্কুল থেকে স্কুলজীবন শেষ করেন। পরবর্তীতে তিনি লখনৌ বিশ্ববিদ্যালয়ের ইসাবেলা থোবর্ন কলেজে উচ্চশিক্ষা গ্রহণ করেন।


শিক্ষাজীবনে বর্তিকা ক্লিনিক্যাল নিউট্রিশন ও ডায়েটেটিক্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পাশাপাশি পাবলিক হেলথে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

মডেলিং ও সৌন্দর্য প্রতিযোগিতা

পেশাগত জীবনে বর্তিকা সিং একজন মডেল, অভিনেত্রী ও সৌন্দর্য প্রতিযোগিতার শিরোপাধারী। ২০১৪ সালে তিনি মিস দিবা প্রতিযোগিতায় অংশ নিয়ে মিস ফটোজেনিক খেতাব অর্জন করেন এবং টপ ৭-এ স্থান করে নেন।


২০১৫ সালে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেন মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায়, যেখানে তিনি প্রথম রানার-আপ নির্বাচিত হন। একই বছর তিনি ৬৮তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন।


নেটফ্লিক্সে ‘হক’-এর সাফল্যের মধ্য দিয়ে বর্তিকা সিংয়ের অভিনয়জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



 

বিনোদনজগতে বর্তিকার যাত্রা শুরু হয় মিউজিক ভিডিওর মাধ্যমে। ২০১৭ সালে কুণাল খেমুর সঙ্গে তাঁকে দেখা যায় ‘সাওয়ারে’ গানে, যেখানে গানটি গেয়েছিলেন অনুপম রাগ ও রাহাত ফতেহ আলী খান। এরপর ২০১৯ সালে আশ কিং ও কারানের গাওয়া ‘কিশমিশ’ গানে দেখা যায় তাঁকে।


বলিউড যাত্রা


বলিউডে নিজের যাত্রা শুরু করেছেন অভিনেত্রী বর্তিকা সিং। তাঁর অভিষেক ছবি ছিল আদালতকেন্দ্রিক নাটকধর্মী চলচ্চিত্র হক। বর্তমানে এই ছবিতে তাঁর অভিনয়ের জন্য পাওয়া প্রশংসায় ভীষণ খুশি অভিনেত্রী। ছবিতে তিনি অভিনয় করেছেন সাইরা জাহান চরিত্রে, যিনি আব্বাস-এর দ্বিতীয় স্ত্রী। আব্বাসের ভূমিকায় ছিলেন ইমরান হাশমি।


সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তিকা তাঁর প্রথম ছবিতে পাওয়া ভালোবাসা ও প্রশংসা নিয়ে অনুভূতির কথা জানান। তিনি বলেন, প্রথম কাজেই দর্শকদের কাছ থেকে এমন প্রতিক্রিয়া পাওয়া তাঁর কাছে এখনও অবাস্তব মনে হয়।




 

বর্তিকা বলেন, “আমার প্রথম ছবির জন্য এত ভালোবাসা ও প্রশংসা পাওয়া আমার কাছে অনেক বড় ব্যাপার। প্রথম কাজ বলে সবসময়ই একটা অনিশ্চয়তা থাকে—দর্শক আমার অভিনয় পছন্দ করবেন কি না, আমাকে গ্রহণ করবেন কি না। এত ইতিবাচক প্রতিক্রিয়া দেখলে এখনও একটু অবিশ্বাস্য লাগে। তবে এই ভালোবাসাই আমাকে আরও বেশি পরিশ্রম করতে এবং পরবর্তী ছবিতে নিজেকে আরও ভালোভাবে প্রমাণ করতে অনুপ্রাণিত করছে।”


ছবিটি প্রযোজনা করেছেন বিনীত জৈন, বিশাল গুরনানি, জুহি পারেখ মেহতা ও হারমান বাওয়েজা। প্রযোজনা সংস্থা ছিল জাঙ্গলি পিকচার্স, ইনসমনিয়া ফিল্মস ও বাওয়েজা স্টুডিওস। গত ৭ নভেম্বর ২০২৫ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।


শেয়ার করুন