টানা দুই রাত আন্দোলনের পর শনিবার (১০ জানুয়ারি) রাত থেকে আবারও রাজপথে জড়ো হতে শুরু করেছেন ইরানের বিক্ষোভকারীরা। লন্ডন থেকে পরিচালিত ইরান সরকারের বিরোধী সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ সংক্রান্ত দুটি ভিডিও প্রকাশ করেছে।
ভিডিওতে দেখা যায়, রাজধানী তেহরানের হেরাভি এলাকায় কয়েকশ মানুষ একত্রিত হয়েছেন। এছাড়া তেহরানের পূর্বাঞ্চলীয় চিতগার এলাকাতেও বহু মানুষকে জড়ো হতে দেখা গেছে।
চিতগার এলাকায় বিক্ষোভকারীরা ক্ষমতাচ্যুত ও নির্বাসিত শাহ শাসনব্যবস্থার বিরুদ্ধে স্লোগান দেন। পাশাপাশি তারা “গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য”—এমন স্লোগানও দেন।
উল্লেখ্য, ইরান সরকার দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহকে সহায়তা দিয়ে আসছে। প্রতিবছর এসব সশস্ত্র গোষ্ঠীকে বিপুল পরিমাণ অর্থ ও সামরিক সরঞ্জাম সরবরাহ করে তেহরান। তবে ইরানের একাংশ জনগণ এই সহায়তা বন্ধের দাবি জানাচ্ছেন। তাদের বক্তব্য, বিদেশে অর্থ ব্যয়ের পরিবর্তে আগে দেশের ভঙ্গুর অর্থনীতি ও জনগণের জীবনমান উন্নয়নে মনোযোগ দেওয়া উচিত।
চলমান বিক্ষোভকে কেন্দ্র করে ইরানের বিভিন্ন শহরে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

