নির্বাচনকে সামনে রেখে দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করতে পারেন—এমন গুঞ্জন চলছে। আজ বা আগামীকাল বৃহস্পতিবার তাদের পদত্যাগের ঘোষণা আসতে পারে।
সরকারের সূত্র জানিয়েছে, আজ বিকেল ৩টায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগ ও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিতে পারেন বলে আভাস পাওয়া গেছে। তবে মাহফুজ আলম আজই পদত্যাগ করবেন কি না তা নিশ্চিত নয়।
দুই উপদেষ্টা বর্তমানে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাদের পদত্যাগ করলে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব কারা নেবেন তা নিয়ে আলোচনা চলছে। সরকারের বিভিন্ন সূত্র বলছে, নতুন উপদেষ্টা নিয়োগের সম্ভাবনা কম; মূলত বর্তমান উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব বণ্টন হতে পারে। আলোচনা রয়েছে, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এছাড়া উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানও কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।
একই সঙ্গে কৌতূহল বাড়ছে দুই ছাত্র উপদেষ্টার পরবর্তী রাজনৈতিক গন্তব্য নিয়ে। আসন্ন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে তাদের নতুন রাজনৈতিক দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এনসিপির সঙ্গে তাদের কিছু মতপার্থক্যও রয়েছে, ফলে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

