২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১০:৫৯:০৫ অপরাহ্ন
খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অবস্থা এখন নেই : মির্জা ফখরুল
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৯-১১-২০২৫
খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অবস্থা এখন নেই : মির্জা ফখরুল

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও ‘সংকটাপন্ন’ অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজয়ের মাসকে সামনে রেখে ঘোষিত ‘রোড শো’ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে তিনি খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা তুলে ধরেন।

মির্জা ফখরুল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন।”

তিনি জানান, বেগম জিয়ার চিকিৎসায় দেশের বিশিষ্ট বিশেষজ্ঞদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন হপকিংস হাসপাতাল এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও পরামর্শ দিচ্ছেন।

২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পর করা টেস্টে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। পরবর্তীতে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন। গত দুই দিন ধরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় বিএনপি শুক্রবার সারাদেশে দোয়া মাহফিল আয়োজন করে।

‘বিদেশে নেওয়ার মতো অবস্থা এখনো নয়’

মহাসচিব বলেন, “গতকাল রাতের বোর্ড সভায় দুই-আড়াই ঘণ্টা আলোচনা হয়েছে। চিকিৎসকদের মতামত অনুযায়ী, প্রয়োজন হতে পারে—কিন্তু তাকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখনো হয়নি। আল্লাহর রহমতে যদি অবস্থা স্টেবল হয়, তখন এটি বিবেচনা করা হবে।”

‘বিদেশে নেওয়ার প্রস্তুতি এগিয়ে রাখা হয়েছে’

তিনি জানান, সম্ভাব্য ভিসা, যেসব দেশে নেওয়া হতে পারে তাদের সঙ্গে যোগাযোগ এবং এয়ার অ্যাম্বুলেন্স—এসব বিষয়ে প্রস্তুতির কাজ অনেকটাই এগিয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

হাসপাতালে ভিড় না করার অনুরোধ

মির্জা ফখরুল বলেন, “দেশনেত্রী দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী—তাই সবাই উদ্বিগ্ন। কিন্তু হাসপাতালে ভিড় করায় চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন তৈরি হচ্ছে। চিকিৎসকদেরও বিব্রত হতে হচ্ছে।”
তিনি বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রতি হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ জানান এবং বলেন—সময়মতো তাদের পক্ষ থেকে নিয়মিত স্বাস্থ্য আপডেট জানানো হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, মুক্তিযুদ্ধ প্রজন্মের সাধারণ সম্পাদক একে এম কামরুজ্জামান নান্নু এবং বিজয় রোড শো উদযাপন কমিটির সদস্য জুবায়ের বাবু উপস্থিত ছিলেন।

শেয়ার করুন