১০ মে ২০২৪, শুক্রবার, ১১:৪৯:০৭ পূর্বাহ্ন
আর্মেনিয়াকে করিডোর খোলার অনুমতি দিল আজারবাইজান
  • আপডেট করা হয়েছে : ২৪-০৫-২০২২
আর্মেনিয়াকে করিডোর খোলার অনুমতি দিল আজারবাইজান আর্মেনিয়াকে করিডোর খোলার অনুমতি দিল আজারবাইজান

আজারবাইজান প্রতিবেশী দেশ আর্মেনিয়াকে জাংগেজুর সীমান্তে করিডোর খোলার অনুমতি দিয়েছে।

রাজধানী বাকুকে সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। খবর আনাদোলু এজেন্সির।

আজারবাইজানের প্রেসিডেন্ট আরও জানান, করিডোরটিতে রেলপথ এবং মহাসড়ক দুটিই নির্মাণ করা হবে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের মধ্যস্থতায় গত রোববার ব্রাসেলসে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের।

আলোচনা সফল হয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট।

এ বিষয়ে ইলহাম আলিয়েভ টেলিফোনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে বিস্তারিত জানিয়েছে।

আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ জয়ের নেপথ্য কারিগর এরদোগানকে মান্য করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

দেশের যে কোনো বিষয়ে আগে এরদোগানের সঙ্গে আলোচনা করেন প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।  

উল্লেখ্য, ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর সকালে নাগোরনো-কারাবাখ অঞ্চলে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষই সামরিক ও বেসামরিক হতাহতের ঘটনা ঘটে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতায় ২০২০ সালের ৯ নভেম্বর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল প্যাশিনিয়ান যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন।

শেয়ার করুন