০৯ নভেম্বর ২০২৫, রবিবার, ০১:১৬:৫৮ অপরাহ্ন
বাঘা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও কীটনাশক জব্দ
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৫
বাঘা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও কীটনাশক জব্দ

রাজশাহীর বাঘা সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ ও কীটনাশক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ নভেম্বর) ভোররাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।


বিজিবি সূত্রে জানা গেছে, রাত ৩টা ২০ মিনিট থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত মীরগঞ্জ ও আলাইপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টহল দল দুটি পৃথক অভিযান চালায়।


এর মধ্যে মীরগঞ্জ বিওপির টহল দল সীমান্ত পিলার ৭৮/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে মাহাদীপুর এলাকায় একটি পরিত্যক্ত বস্তা থেকে ১৯ বোতল ভারতীয় ‘Old Monk’ রাম ও ১০ বোতল ‘JD’ ব্র্যান্ডের মদ উদ্ধার করে।


অপরদিকে, আলাইপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৮১/৩-এস থেকে চার কিলোমিটার ভেতরে কিশোরপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ প্যাকেট ভারতীয় ব্র্যান্ডের কীটনাশক- MANCOZEB 75% DITHANEM-45 (ফুল ও ফলের ভিটামিন হিসেবে ব্যবহৃত) জব্দ করে।


বিজিবি জানায়, উদ্ধারকৃত মদগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বাঘা থানায় জমা দেওয়ার হয়েছে। আর কীটনাশকগুলো রাজশাহী শুল্ক অফিসে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন