০১ নভেম্বর ২০২৫, শনিবার, ০৩:১৭:০৮ পূর্বাহ্ন
সারা দেশে পুলিশের ট্রেনিং চলছে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
  • আপডেট করা হয়েছে : ৩০-১০-২০২৫
সারা দেশে পুলিশের ট্রেনিং চলছে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য পুলিশ সহায়তা করে যাবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। তিনি জানান, নির্বাচনে সহায়তা করার জন্য সারা দেশে প্রায় দেড় লক্ষাধিক পুলিশ সদস্যের ট্রেনিং চলছে।  


বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা পুলিশ লাইনে পুলিশের জিমনেসিয়াম, অত্যাধুনিক পুলিশ ম্যাচ, বাইক গ্যারেজ এবং পুলিশ বক্সের উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান। 


মো. আহসান হাবীব পলাশ বলেন, প্রতিটি পুলিশ সদস্য যাতে নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারে, সেজন্য আমাদের এই ট্রেনিং চলছে।


সারা বাংলাদেশে একই সঙ্গে প্রায় ১৫০টি সেন্টার থেকে তিনটি করে প্যাকেজ চলছে। আমরা অন্যান্য নির্বাচনী আচরণবিধিসহ বডি অন ক্যামেরা, ক্যামেরা কিভাবে ব্যবহার করতে হয়; সেগুলো তাদের প্রশিক্ষণ দিচ্ছি। যাতে তারা নির্বাচনের দিন দায়িত্বশীল আচরণ করতে পারে।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা দীর্ঘদিনের।


এখানে পুলিশ, সেনাবাহিনী, আনসার এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীরাও কাজ করছে। প্রতিটি জনগোষ্ঠীর কাছে আমরা শুধু একটা প্রত্যাশা করব যে, আপনারা হুজুগে কিছু করবেন না। কোনো কিছু শুনলেই যেন রিঅ্যাক্ট না করেন, একটু খোঁজ নেবেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলবেন। আমরা আপনাদের প্রতিটি তথ্য দেব।

তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য অপপ্রচার হয়, যেগুলো সত্য নয়। অন্য দেশের ভিডিও আপলোড করে আমাদের বিভ্রান্ত করা হচ্ছে। আমরা যাতে এগুলো দেখে বিভ্রান্ত না হই এবং বিভিন্ন পোস্ট দেখে একজন আরেকজনের প্রতি আক্রোশ না করি।


চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি বলেন, আগামী নির্বাচনকে নিয়ে অনেক ঘটনাই ঘটবে বা ঘটানোর চেষ্টা করবে, এগুলো দেখে যাতে কোনো অঘটন না ঘটাই; সেদিকে সবার খেয়াল রাখতে হবে।


এ সময় বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, সদর থানার ওসি মো. মাসুদ পারভেজসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন