রাকসু নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদের পরাজয় উদযাপন
                                                    
                    
                            
                                
                                
                                    
                                                                    স্টাফ রিপোর্টার :
                         
                                    
                                    
                                        
                                            -   
                                                                    আপডেট করা হয়েছে : ১৯-১০-২০২৫
                                                  
 
                                 
                             
                            
                        
                            
                            
                            
                                
                                                                
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীরা পরাজয় উদযাপন করেছে।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর সহ সকল পরাজিত প্রার্থী একসাথে মিলিত নাচ গান ও আড্ডায় পরাজয় উদযাপন করে। তবে তাদের এই আনন্দ আড্ডায় আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল (স্বতন্ত্র) থেকে নবনির্বাচিত রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারও অংশ নেন।
পরাজিত প্রার্থীরা জানান, রাকসু নির্বাচনে তারা জয় না পেলেও তাদের মধ্যে কোনো হতাশা নেই। তারা সকলে মিলনমেলা করে আনন্দ ও ঐক্যের বার্তা বয়ে এনেছে।
এক প্রার্থী বলেন, হার কিংবা জিত তো নির্বাচনেরই অংশ। আজ আমরা সবাই একত্রে বসেছি। মনের আনন্দে গান-আড্ডায় মেতে উঠেছি। এই মিলনই আমাদের ভবিষ্যৎ পথচলায় নতুন শক্তি দেবে।
মিলনমেলায় একে অপরের প্রতি আন্তরিকতা, বন্ধুত্ব আর ভালোবাসার উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। গান, আড্ডা ও হাসি-আনন্দে ভরে ওঠে সাবাস বাংলাদেশ মাঠ।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, এটি শুধু পরাজিত প্রার্থীদের নয়, বরং রাকসু নির্বাচনের গণতান্ত্রিক চেতনা ও সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ।
                                                   শেয়ার করুন