২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ০১:৫৭:৪৬ অপরাহ্ন
রাজশাহীতে আরএমপি পুলিশের অভিযানে ৬ জন গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ২২-০৯-২০২৫
রাজশাহীতে আরএমপি পুলিশের অভিযানে ৬ জন গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


আরএমপির থানা পুলিশ ও ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) যৌথভাবে মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এর মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জন মাদক মামলার আসামি এবং অপর একজন অন্যান্য মামলার আসামি রয়েছেন।


পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এ ব্যাপারে আরএমপির পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আসামিদের বিরুদ্ধে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন